|
---|
ইরানের পক্ষে ইউরোপীয় ইউনিয়ন পরমাণু ইস্যুতে
নতুন গতি আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকাকে ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
সৌদি নিউজ চ্যানেল আল-আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের মুখপাত্র পিটার স্ট্যানো এ আহ্বান জানান।
ইরানের পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসাকে ইইউ সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে জানিয়ে স্ট্যানো বলেন, ইরানের সঙ্গে বিদ্যমান মতপার্থক্য আলোচনার মাধ্যমে নিরসন করতে হবে।
তিনি পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়া এবং তার জের ধরে ইরানের পরমাণু প্রতিশ্রুতি বাস্তবায়ন হ্রাস করার কথা তুলে ধরেন।
ইইউ’র এই মুখপাত্র বলেন, আমেরিকা এই সমঝোতায় ফিরে আসলে ইরানের পক্ষ থেকে গৃহীত পদক্ষেপও সংশোধন করা সম্ভব।
ইরানের পরমাণু সমঝোতা এখনও বেঁচে আছে জানিয়ে স্ট্যানো বলেন, আমেরিকা ছাড়া এ সমঝোতার বাকি সবগুলো দেশ এখনও এতে অটল রয়েছে। তিনি ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার প্রতি ইঙ্গিত করে বলেন, ইইউ এ নিষেধাজ্ঞার অবসান চায়।