অনুষ্ঠান শেষ তবুও কমার লক্ষন নেই মাছের দামের

নিজস্ব সংবাদদাতা:  অনুষ্ঠান শেষ তবুও কমার লক্ষন নেই মাছের দামের। শিলিগুড়ির বিশেষ কয়েকটি বাজারে প্রায় আকাশ ছোয়া দাম মাছের। কেজী প্রতি দাম গিয়ে দাড়িয়েছে প্রায় পঞ্চাশ টাকা।শিলিগুড়িতে প্রায় সব বাজারেই ছোট এবং বড় মাছের দাম বেড়েছে। ক্রেতারা মাছ কিনতে গিয়ে আতঙ্কিত হয়ে পড়ছেন। কোন কোন মাছ বাজারে মাছের দাম কেজী প্রতি একশো টাকা বেশী দাম চাইছেন বিক্রেতারা। সব মিলিয়ে সামনে বিয়ের মরশুমের আগে মাছের দামের কমে যাওয়ার কোন লক্ষনই নেই বলে মনে করছেন বাজারে ঘোরাফেরা করা অভিজ্ঞ মানুষেরা। কেন এত দাম বাড়ছে মাছের জানা গেছে বাইরে থেকে ট্রাক আসছে না ঠিকমত,আর যেসব ট্রাক আসছে তারা তিনগুন ভাড়া চাইছে। বিহার থেকে আসা ট্রাকগুলির ক্ষেত্রে ভাড়া অত সমস্যা না হলেও অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে সমস্যা তৈরী হচ্ছে।তবে এই সমস্যা খুব তাড়াতাড়ি মিটে যাবে বলে মনে করছেন মাছের ব্যাবসায়ীরা।তবে বিয়ের মরশুমে মাছের দামের হেরফের সমস্যা তৈরী করছে সাধারন মানুষের জন্য।