|
---|
বাবলু হাসান লস্কর কুলতলী দক্ষিণ চব্বিশ পরগনা: কুলতলি ব্লকের কুন্দখালি গোদাবর অঞ্চলের কেল্লা অম্বিকা নগর- পিয়ালী নদীর চড় এলাকায়।আজ ২৩শে ফেব্রুয়ারি বৃহষ্পতিবার সকালে নদীর চড় সংলগ্ন এলাকায় বসবাসকারী স্থানীয় মৎস্যজীবীরা দেখতে পায় নদীর চড়ে বিশাল আকারের বিরল প্রজাতির মাছ আটকে আছে। তারা তড়িঘড়ি খবর দেয় পিয়ালী বনদপ্তরের কর্মীদের। সাথে সাথে বনদফতরের কর্মীরা বিশাল আকারের বিরল প্রজাতির মাছ টি পিয়ালি নদীর চড় থেকে উদ্ধার করার ব্যবস্থা গ্রহণ করে। আর এই মাছ দেখতে উৎসুক মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। কিভাবে এই বিশাল আকৃতির সার্ক মাছটি পিয়ালী ক্লোজার এর অনতিদূরে এল তার তদন্ত শুরু করেছে বনদপ্তর