|
---|
দলীয় প্রার্থীর সামনেই প্রকাশ্যে এল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব
সাকিব হাসান, বারুইপুর : দক্ষিন চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভাশিস চক্রবর্তী ও সোনারপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জিত রায়ের বিরুদ্ধে প্রার্থী অরুন্ধতী(লাভলী) মৈত্রর সামনেই ক্ষোভ উগড়ে দেন তারা।
রঞ্জিত রায়ের নেতৄত্বে সংগঠন দিনের পর দিন দুর্বল হয়েছে বলে তার তাদের বক্তব্য। তৃণমূল নেতা হেমন্ত বসু ও যুব নেতা সন্দীপ সরকারের নেতৃত্বে এদিন প্রাক্তন বিধায়ক জীবন মুখোপাধ্যায়ের অনুগামীরা নির্বাচন কমিটিতে জায়গা না পাওযায় ক্ষোভ উগড়ে দেন।এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।
এই ঘটনায় তারা সরাসরি অভিযোগ তুলেছেন জেলা নেতৃত্বের বিরুদ্ধে। বিষয়টি বুঝতে পেরে আসরে নামেন অরুন্ধুতী নিজে। তিনি নিজে পুরো বিষয় খতিয়ে দেখার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন মান অভিমান করে দুরে সরে থাকবেন না। এই নির্বাচন আমাদের কাছে চ্যালেঞ্জ।
ভালো কাজ করতে গেলে সবাইকে নিয়ে করতে হবে ৷ তবে এই বিষয়ে রঞ্জিত রায় ক্যামেরার সামনে কিছু বলতে রাজী হননি। তার বক্তব্য দলের অভ্যন্তরীন বিষয় নিয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলব না। শুভাশিস চক্রবর্তীর প্রতি হুশিয়ারী দিয়ে হেমন্ত বসু বলেন এই পরিস্থিতি বজায় থাকলে দলের রেজাল্ট ভালো হবে না। লাভলী মৈত্র বলেন তৃণমূল একটি বড় পরীবার। সব পরিবারেই দ্বন্দ্ব থাকে। তবে তিনি যে সবাইকে নিয়ে চলতে চান সেই বার্তা দিয়েছেন।