অঞ্চল সভাপতি নির্বাচন নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের, অস্বস্তিতে নেতৃত্ব

নতুন গতি ওয়েব ডেস্ক : ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, অস্বস্তিতে নেতৃত্ব, অঞ্চল সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে দ্বন্দ্ব,যদিও সাফাই দলের।ঠিকাদার কেন অঞ্চল সভাপতি হবেন, সেই প্রশ্নে মালদহের হরিশ্চন্দ্রপুরে ফের তৃণমূলের দ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়ল। একাধিক কর্মসূচিকে ঘিরে হরিশ্চন্দ্রপুর দলের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। সামনেই এগিয়ে আসছে বিধানসভা নির্বাচন। দলে দ্বন্দ্ব এড়াতে কড়া বার্তা দিচ্ছেন নেতৃত্ব। কিন্তু তারপরেও এবার অঞ্চল সভাপতির নির্বাচনকে ঘিরে পার্টি অফিসে মিছিল করে যেভাবে নেতাকর্মীদের একাংশ বিক্ষোভ দেখালেন তাতে নীচু তলার কর্মীদের পাশাপাশি অস্বস্তিতে পড়েছেন দলীয় নেতৃত্ব।

     

    তৃণমূল সূত্রে জানা গিয়েছে, অঞ্চল সভাপতির নাম প্রস্তাবকে ঘিরে ছয় দলের কমিটির আলোচনার পরেই চাউর হয়ে যায় যে সঞ্জিব গুপ্তা সভাপতি হচ্ছেন। তার নাম এক নম্বরে রয়েছে। তারপরেই দলের একাংশের ক্ষোভ জমতে শুরু করে। রবিবার পার্টি অফিস ঘেরাও করে বিপক্ষের বিক্ষোভের কথা জেনে সক্রিয় ছিল পুলিশও। তেঁতুলবাড়ি থেকে মিছিল করে পার্টি অফিসে হাজির হন তৃণমূলের বিক্ষোভকারীরা। যদিও বড় কোনও গন্ডগোল হয়নি। পার্টি অফিসে হাজির হয়ে তারা সঞ্জিব গুপ্তার বদলে আদিত্য মিশ্রকে অঞ্চল সভাপতি করতে হবে বলে বিক্ষোভ দেখাতে থাকেন। তবে সিদ্ধান্ত বদল না হলে ফের তারা পথে নামবেন বলে হুমকি দেওয়া হয়েছে।

    দলের বিক্ষোভকারীদের অভিযোগ, সঞ্জিব গুপ্তা পেশায় ঠিকাদার। ওষুধের ব্যবসায়ীও তিনি। দলে তিনি সক্রিয় নন। নিজের স্বার্থে তিনি দল করেন। ১০০ দিনের প্রকল্পে গাছ না লাগিয়েই তার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে প্রশাসনের কাছে লিখিত অভিয়োগও জানানো হয়েছিল। যোগ্য প্রার্থী থাকতে এমন একজনকে অঞ্চল সভাপতি করলে দলেরই ভাবমূর্তি ক্ষুন্ন হবে। তাই তার বদলে হরিশ্চন্দ্রপুর-১ পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ আদিত্য মিশ্রকে অঞ্চল সভাপতি করতে হবে বলেও তারা দাবি তোলেন। বিক্ষোভকারীদের হাতে আদিত্যের নাম লেখা ফেস্টুনও ছিল।

     

    আর সঞ্জিব গুপ্তা বলেন, আমি দলের সক্রিয় কর্মী। কে কি বলছেন সেটা ওদের ব্যাপার। আমাকে বদনাম করার জন্য মিথ্যে টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছিল। নেতৃত্ব যা সিদ্ধান্ত নেওয়ার তা নিবে।তৃণমূল নেতা বিকাশ ব্যানার্জি বলেন, ” আমার তো প্রয়োজন নেই এইসব ব্যাপারে জড়িত থাকার, আমার তো আর পদ যায় নি, আদিত্য মিশ্রকে নিয়ে অঞ্চল সভাপতি করা নিয়ে দাবি উঠিয়েছে কয়েকজন কোনো ঝামেলা হয়নি সমগ্র ব্যাপারটি দেখা খতিয়ে দেখা হবে | “