|
---|
বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা :
কুলতলী সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের হাতে দুই লক্ষ টাকা তুলে দিলেন। গত ০১-০৮-২১কুলতলি বিধানসভায় রবিবারে ঘটে যাওয়া মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের হাতে দুই লক্ষ টাকার চেক তুলে দিলেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা ও রায়দিঘির বিধায়ক অলোক জলদাদা, কুলতলি বিধানসভার বিধায়ক গনেশ চন্দ্র মণ্ডল বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার, জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস,মন্দির বাজার বিধানসভার বিধায়ক জয়দেব হালদার জয়নগর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি মোনাজাত খান সহ একাধিক আঞ্চলিক নেতৃত্ব।
ইতিমধ্যে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের হাতে দুই লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন বারুইপুর SDO অফিসে বিধানসভার অদক্ষ বিমান ব্যানার্জি। আজ সীমানা বাজার এলাকায় এমন এক মহতী উদ্যোগ কে এলাকার মানুষ জন কুর্নিশ জানালেন ।