|
---|
নিজস্ব সংবাদদাতা :ছেলের জন্য দুধ কিনতে গিয়ে মৃত্যু হলো বাবার। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে রবিবার বিকালে। শচীন ছেত্রী বয়স ২৫ বছর শিলিগুড়ির কাছেই সেবক এর বাসিন্দা। এদিন তিনি সেবক থেকে নিজের স্কুটি করে শিলিগুড়িতে ছেলের জন্য দুধ কিনতে আসেন। শহর ঘুরে দুধ ও ওষুধ কিনবার পর ফেরভার পথে উল্টো দিক থেকে আসা একটি বাস তাকে ধাক্কা মারে। ঘটনা স্থলে মৃত্যু হয় ওই ব্যক্তির ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বাসটি রং সাইড দিয়ে আসছিল, এরপর ক্ষুদ্র জনতা বাসটিতে জ্বালিয়ে দেয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।