|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: পণের দাবিতে এক নববধূকে খুন করার চেষ্টা চালানোর অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। মেঝেতে ফেলে অভিযুক্তরা মারধর করে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইংলিশবাজার থানায় অভিযুক্তদের নামে অভিযোগ হয়েছে। জানা গেছে, আক্রান্ত বধূর নাম প্রিয়াঙ্কা গোস্বামী (১৯)। ইংলিশবাজার থানার অমৃতি গোঁসাইহাটে তাঁর শ্বশুরবাড়ি। স্বামী কানাই গোস্বামী পেশায় হোমগার্ড। মাস ছয়েক আগে তাঁদের বিয়ে হয়।
বিয়ের পর থেকে পণের জন্য চাপ দিতে থাকে বলে অভিযোগ। বুধবার স্বামীর সঙ্গে এক আ্ত্মীয়ের বাড়ি থেকে যান নিজের বাড়ি। তারপর ঘটনাটি ঘটে। আক্রান্ত বধূর বাবা প্রদীপ চক্রবর্তী বলেন, বিয়ের কয়েক দিনের মধ্যে আমার কাছে সাড়ে ১৩ হাজার টাকা নেয় জামাই। তারপর কিছুদিন যেতে না যেতেই আবার ২৫ হাজার টাকা নেয়। তারপরেও টাকার খিদে মেটে না। ওরা আমার মেয়েকে মেরে ফেলতে চেয়েছিল। ওদের শাস্তি হওয়া দরকার।