|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, মালদা: জোর করে ধর্ষণ করেছেন বাবা। থানায় হাজির হয়ে নিজেই বাবার বিরুদ্ধে অভিযোগ জানালেন কিশোরী। কিশোরীর কথায় প্রথমে হতচকিত হয়ে যান পুলিশকর্মীরাও। পরে সব শুনে কিশোরী লিখিত অভিযোগ করার পর বাড়িতে হানা দেয় পুলিশ। গ্রেফতার করা হয় বাবাকে। বুধবার লকডাউনের দুপুরে ওই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় মালদহের হরিশ্চন্দ্রপুর থানায়। কিশোরীর ডাক্তারী পরীক্ষা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তাকে আপাতত বিবাহিত এক দিদির বাড়িতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার কিশোরীকে আদালতে তোলা হবে। সেখানে কিশোরীর গোপন জবানবন্দি নেওয়া হবে।
পুলিশ সূত্রে খবর, ধৃত তার প্রথম স্ত্রীকে খুনের অভিযোগে ১১ বছর আগে গ্রেফতারও হয়েছিল। তারপর দ্বিতীয় বিয়ে করে। কিশোরী প্রথম পক্ষের মেয়ে। এদিন থানায় গিয়ে কিশোরীর অভিযোগ যে বাবা তাকে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে নিয়ে যায়। সেখানে একটি বাড়িতে আটকে রাতে তাকে ধর্ষণ করে। প্রথমে ভয়ে সে মুখ খুলতে পারেনি। কিন্তু ফের দ্বিতীয়বার একই ঘটনার পর এদিন সে পুলিশের দ্বারস্থ হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন হরিশ্চন্দ্রপুরের আইসি সঞ্জয় কুমার দাস।