সবজির বাজারে আগুন , সাধারনের হাতের বাইরে চলে যাচ্ছে সবজী

নিজস্ব সংবাদদাতা : সবজির বাজারে আগুন , সাধারনের হাতের বাইরে চলে যাচ্ছে সবজী।শিলিগুড়িতে সবজীর বাজারে আগুন কোন সবজীই আশি টাকার নীচে নেই,লঙ্কার দামও একশো থেকে একশো কুড়ি টাকার কাছাকাছি।শিলিগুড়ির প্রধান তিনটি বাজার হায়দারপাড়া,বিধান মার্কেট এবং সুভাষপল্লীতে সবজী কিনতে এসে হিমশিম খেয়ে যাচ্ছেন সাধারন মানুষ।এদিকে বিক্রেতারাও জানাচ্ছেন কিছুই করবার নেই,তারাও কিনছেন বেশী দাম দিয়ে।ক্রেতারা জানিয়েছেন গত এক সপ্তাহে সবজির দাম আবার বেড়েছে অনেকটাই,মাঝে আলুর দাম অনেকটা কমে গিয়েছিল,কিন্তুু আবার বেড়েছে কেজী প্রতি প্রায় চার থেকে পাচ টাকা।বাজার করতে এসে নাকাল হচ্ছেন সাধারন মানুষ অনেকটাই।তবে বিক্রেতারা জানিয়েছেন মার্চ মাস শুরু হলেই অনেকটাই কমবে সবজীর দাম।এদিকে সবজীর সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডিমের দাম।যারা ডিম খেতে পছন্দ করেন তারাও ডিম কিনছেন বেশী দাম দিয়েই।বাজার আগুন হওয়ায় সমস্যায় পড়ে গেছেন একেবারে নিন্মবিত্য মানুষেরা। বাজার করতে গিয়ে সাধারন মানুষের নাকাল হওয়ায় চিন্তায় শিলিগুড়ির বর্তমান প্রশাসক মন্ডলীও।