চলছে সহস্রাব্দের প্রথম চন্দ্রগ্রহণ, কৌতুহলী মানুষ

নতুন গতি ওয়েব ডেস্ক, ১১ জানুয়ারি : শুক্রবার নতুন বছরের প্রথম চন্দ্রগ্রহণ৷ এই চন্দ্রগ্রহণ নিয়ে গোটা বিশ্বেই তুমুল আলোচনার ঝড় উঠেছে৷ এই সহস্রাব্দের প্রথম চন্দ্রগ্রহণ ঘিরে কৌতুহলও রয়েছে প্রচুর৷ ঠিক কখন এবং কোথা থেকে দেখা যাবে এই গ্রহণ, জেনে নেওয়া যাক-
শুক্রবার রাত ১০টা ৩৭ নাগাদ শুরু হয়েছে চন্দ্রগ্রহণ৷ শেষ হবে ১১ জানুয়ারি, শনিবার রাত ২টো ৪২ মিনিটে৷ চন্দ্রগ্রহণ স্থায়ী থাকবে ৪ ঘণ্টা ০৫ মিনিট। এই সময়ে মধ্যরাত ১২টা ৪০-এ সবচেয়ে বেশি সময়ের জন্য চন্দ্রগ্রহণ সংগঠিত হবে।
ভারত-সহ এশিয়ার দেশগুলি থেকে দেখা যাবে গ্রহণ। এছাড়াও অস্ট্রেলিয়া, আফ্রিকার দেশগুলি, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার পূর্ব প্রান্তের দেশগুলি থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে। এর পর ৫ জুন মাসে ফের চাঁদে লাগবে গ্রহণ ৷ ভারত থেকে দেখা যাবে সেই চন্দ্রগ্রহণ ৷