|
---|
নিজস্ব সংবাদদাতা :বেশ কিছুদিন সর্বনিম্ন তাপমাত্রা গোটা রাজ্য জুড়ে কম থাকলেও, ফের ঊর্ধ্বমুখী হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। এদিন মহানগরীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রির উপরে। যা গতকাল রেকর্ড করা হয়েছিল ১৪ ডিগ্রির আশেপাশে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন কার্যত শীতের প্রথম স্পেলের বিদায় ঘটেছে। শুক্রবার পর্যন্ত তাপমাত্রা কিছুটা উর্ধ্বমুখী থাকবে।
তাহলে সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শীত আবার কবে ফিরবে, এই প্রসঙ্গে আবহাওয়াবিদরা জানিয়েছেন ২৫ ডিসেম্বর বড়দিনের আগেই আবার তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করবে। শহর সহ জেলার তাপমাত্রা ক্রমশই নিম্নমুখী হবে বড়দিনের প্রাক্কালে।