জঙ্গল লাগোয়া এলাকায় হাতির হানা থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বাঁচাতে মুখ্যমন্ত্রী নির্দেশ মত একগুচ্ছ নির্দেশিকা জারি করলো বনদপ্তর

নিজস্ব সংবাদদাতা :জঙ্গল লাগোয়া এলাকায় হাতির হানা থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বাঁচাতে মুখ্যমন্ত্রী নির্দেশ মত একগুচ্ছ নির্দেশিকা জারি করলো বনদপ্তর। আজ মাধ্যমিক পরীক্ষা শুরুর দিন মর্মান্তিক ঘটনা ঘটে গেছে রাজগঞ্জ ব্লকের মহারাজ ঘাট এলাকায়, হাতির থানায় মৃত্যু হয়েছে এক মাধ্যমিক পরীক্ষার্থীর। এরপরের মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে নির্দেশিকা জারি করলো বনদপ্তর।

     

    1 মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা অথবা পড়ুয়ারাতে পারি কিংবা স্কুলে ফেরার সময় হাতিবা অন্য কোন জন্তুর কবলে না পারে সেই ব্যাপারে নিশ্চিত করতে হবে।

     

     

    2 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলার সময় সমস্ত বন ও কর্মীদের ছুটি বাতিল হবে।

     

    3 হাতি লাগোয়া এলাকাগুলিতে অস্থায়ী প্রবেশ ও বাইরের পথ করতে হবে।

     

    4 গাড়ির ব্যবস্থা রাখতে হবে।

     

    5 প্রয়োজন পড়লে পরীক্ষার্থীদের গাড়ি করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে।

     

    6 স্থানীয় প্রশাসন ও পুলিশ গোটা পরিস্থিতির উপর নজরদারি চালাবে

     

    7 প্রত্যেকদিন নির্দিষ্ট রিপোর্ট জমা দিতে হবে বনদপ্তরকে।

     

    8 মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।