|
---|
নিজস্ব সংবাদদাতা : শীত পড়লে লোকালয়ে দেখা মেলে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার।
আর এই মুহূর্তে লোকালয়ে বন্যপ্রাণী বাঘ কিম্বা শুকর না আসতে পারে জন্য বিশেষ তদারকি DFO এর সাথে ADFOঅনুরাগ চৌধুরী, রাইদিঘি রেঞ্জার সুবায়ু সাহা রায়দিঘি দক্ষিণ চব্বিশ পরগনা বনদফতরের এলাকাধিন ৬২ কিলোমিটার কুলতলি বিটের ২৬ কিলোমিটার ফেন্সিং নেট দিয়ে ঘেরা গতবছর ব্যাঘ্র শুমারি হওয়ায় এখন পর্যন্ত সঠিক বাঘের সংখ্যা জানা যায়নি।
তবে বাঘের সংখ্যা বাড়ছে প্রাথমিক ধারণা মিলন মণ্ডলের। হলেও এখনো পর্যন্ত রেজাল্ট পাওয়া যায়নি তবে ভাষায় উঠে এলো বাঘের সংখ্যা বাড়তে পারে।