দক্ষিণ চব্বিশ পরগনা বনদপ্তর এর উদ্যোগে একাধিক কাঠ আটক করল বনদপ্তর

বাবলু হাসান লস্কর, কুলতলি : ৮ই ফেব্রুয়ারী ২০২৩ থেকে চব্বিশ পরগনা দক্ষিণ বন বিভাগ আয়োজিত অভিযানের ধারাবাহিকতায় এখন পর্যন্ত ভাঙ্গর, ক্যানিং, পাথরপ্রতিমা এবং অন্যান্য এলাকায় চল্লিশ টিরও বেশি লাইসেন্সবিহীন করাতকল সিল করল বনদপ্তর। আজ ১৫ই ফেব্রুয়ারি পাথরপ্রতিমায় এই ধরনের প্রায় ১০টি মিল বন্ধ করল বনদপ্তরের কর্মীরা এবং এর আগে গত সপ্তাহে ভাঙ্গর এবং ক্যানিং এলাকায় ৩৩টি ইউনিট বন্ধ করে। এছাড়াও প্রায় ৫০ ঘনমিটার অবৈধ কাঠ বাজেয়াপ্ত হয়েছে যার বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। জেলার অন্যান্য স্থানেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে এমনি জানালেন দক্ষিণ চব্বিশ পরগনা বন বিভাগের আধিকারিক তথা ডিএফও মিলন কান্তি মন্ডল।