|
---|
নিজস্ব সংবাদদাতা :আজ শিলিগুড়ি পুরনিগমের টাউন হলে ভোট অন আকাউন্ট কমিটি গঠন পক্রিয়া শুরু করেন মেয়র গৌতম দেব। উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের অন্যান্য সদস্য এবং এম আই সি ছাড়াও বিরোধী কাউন্সিলারেরা।
বিরোধী কাউন্সিলারেরা প্রথমে এর বিরোধীতা করলেও পরে শাসক দলের চাপে সব মেনে নেন। মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার দুজনেই আকাউন্টস কমিটি গঠনের পক্ষে সন্তোষ প্রকাশ করেন। পরে মেয়র সাংবাদিকদের জানান এর ফলে তাদের পুরসভার ব্যায়ভার বহন এবং প্রতিটি কাজের ব্যায়ের একটা নিদিষ্ট হিসাব করতে সুবিধা হবে। যেটা এখন একান্তই প্রয়োজন তাদের জন্য।