মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকে পথশ্রী প্রকল্পের আওতায় ১৯ টি রাস্তার শিলান্যাস হলো

আসিফ রনি, নতুন গতি, মুর্শিদাবাদ : পঞ্চায়েত ভোটের পূর্বে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের উদ্যোগে ১২ হাজার কিমি রাস্তার নির্মাণ ও পুননির্মাণের লক্ষ্যে নতুন প্রকল্প পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প। মঙ্গলবার যার শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সারা রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের দশটি অঞ্চলে এই প্রকল্পের মধ্য দিয়ে ১৯ টি রাস্তার শিলান্যাস করা হয়।

    পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের মধ্য দিয়ে সম্পূর্ণ রাজ্যের নিজস্ব আর্থিক আনুকূল্যে রাজ্যের ১২ হাজার কিলোমিটার রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ অন্তর্ভুক্ত হয়েছে। মূলত গ্রাম পঞ্চায়েতে বসবাসকারী অধিবাসীদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাতেই এই পরিকল্পনা বলেই জানা গেছে। জব কার্ডধারী সাধারণ কর্মপ্রার্থীরাও এখানে কাজ করার সুযোগ পাবেন বলেই জানানো হয়েছে পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে।

    এদিন নবগ্রাম ব্লকের দশটি অঞ্চলে পথশ্রী প্রকল্প উদ্বোধনে সরকারি বিভিন্ন আধিকারিক ও তৃণমূল কংগ্রেস নেতৃত্ববৃন্দ।

    হজবিবি ডাঙ্গা অঞ্চলের পারসোনালা গ্রামের রাস্তা উদ্বোধনে উপস্থিত ছিলেন নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মোঃ এনায়েতুল্লাহ, নারায়ণপুর অঞ্চলের সাজুই মাটি গ্রামে রাস্তা উদ্বোধনে উপস্থিত ছিলেন নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মন্ডল।

    এছাড়াও রসুলপুর, পাঁচগ্রাম, গুড়া পশলা, মহুরুল, নবগ্রাম, অমরকুণ্ড, শিবপুর, কিরীটেশ্বরী এ দশটি অঞ্চলে ১৯ টি রাস্তার শুভ উদ্বোধন হয় পথশ্রীর প্রকল্পের আওতায়। প্রত্যেকটি অঞ্চলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন আধিকারিক, স্থানীয় জনপ্রতিনিধি ও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।