|
---|
নিজস্ব সংবাদদাতা : মাত্র ৬ ওভার এর মধ্যেই খেলা শেষ, দুর্দান্ত ফর্মে রয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। চলছে এশিয়া কাপ, প্রতিপক্ষ ছিল থাইল্যান্ড। স্মৃতি মন্ধনা দের বিরুদ্ধে থাইল্যান্ডের ব্যাটিং লাইন মাথা উঁচু করে দাড়াতে পারেনি। মাত্র ৩৭ সাল তুলে অল আউট হয়ে যায় থাইল্যান্ড। জবাবে ব্যাট করতে নামে ছয় ওভারের মধ্যে প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। দুর্দান্ত বোলিং করেন দীপ্তি শর্মা, নিয়েছেন ২ টি উইকেট, ভারতীয় বোলিং লাইনের কাছে থাই ব্যাটসম্যানরা মাথা তুলে দাঁড়াতে পারিনি। একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ে থাইল্যান্ডের ব্যাটিং লাইন আপ।
একমাত্র পাকিস্তানের বিরুদ্ধে এবারে এশিয়া কাপে ভারতের পরাজয় হয়েছে, বাদবাকি প্রত্যেকটি ম্যাচই জিতে জয়ের ধারা অব্যাহত রেখেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল।