|
---|
নিজস্ব সংবাদদাতা: জেলা পুলিশের নির্দেশে এবং ময়নাগুড়ি থানার পুলিশ ও ট্রাফিকের যৌথ উদ্যোগে উদ্বোধন করা হল গাইড ম্যাপের। বৃহস্পতিবার ময়নাগুড়ি থানা মোড়ে এই ম্যাপের উদ্বোধন করা হয়। এদিনের এই গাইড ম্যাপ উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত । এছাড়াও এদিন উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম বিক্রমজিত লামা, ময়নাগুড়ি থানার আইসি তমাল দাস, ময়নাগুড়ি পৌরসভার চেয়ারম্যান অনন্ত দেব অধিকারী, ভাইস চেয়ারম্যান মনোজ রায় সহ বিশিষ্ট অতিথিরা। এদিনের এই গাইড ম্যাপ উদ্বোধনের পাশাপাশি নিরাপত্তার বিষয় গুলি নিয়ে আলোচনা করা হয়।
এছাড়াও ময়নাগুড়ি শহরে কোন ক্লাব কোথায় পুজো করছে সেই বিষয় গুলি নিয়ে গাইড ম্যাপ তৈরি হয়। পুজোর দিন গুলি ময়নাগুড়ির মানুষ যাতে ভালো ভাবে পুজো উপভোগ করতে পারেন এর জন্য বসানো হয়ছে ড্রপ গেট। জায়গায় জায়গায় থাকবে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ। এই বিষয়ে জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, ” ময়নাগুড়ির মানুষ যাতে ভালোভাবে পুজো উপভোগ করতে পারেন এবং নিরাপদ ভাবে পুজো দেখতে পারেন। সেই বিষয়ে এই গাইড ম্যাপ উদ্বোধন।”