|
---|
নতুন গতি , কালিয়াচক : শুরু হয়েছে পবিত্র রমজান মাস । এই প্রখর রোদ ও গরমে মানুষের কিছুটা হলেও কষ্ট হচ্ছে । যেমন অনেকেই আছেন দিনমজুর শ্রেনির মানুষ। তারা প্রতিদিন পরিশ্রম করে নিজ সংসার চালায় । এই ৪২ ডিগ্রি তাপমাত্রায় এবং রোজা রাখা অবস্থায় ভারী কাজ করা বড়োই কষ্টদায়ক । কিন্তু সমাজে কিছু জনদরদি মানুষ আছেন যারা প্রতিনিয়ত নিজের এলাকার অসহায় দুঃস্থ মানুষদের পাশে থাকেন । এদিকে মানবিক এক তৃণমূল অঞ্চল প্রধান ও তার স্বামী পঞ্চায়েত সমিতির সদস্য এতিম অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে রমজান সামগ্রী বিতরণ করছেন ।
আজ মালদার কালিয়াচক ৩ নং ব্লকের চরিঅনন্তপুর অঞ্চলের মহবতপুর এলাকায় প্রায় ১৫০ পরিবারের হাতে রমজান মাসের খাদ্য সামগ্রী তুলে দেন গ্রাম পঞ্চায়েত প্রধান শাহানারা বিবির স্বামী ও পঞ্চায়েত সমিতির সদস্য মতিউর রহমান।
প্রধান শাহানারা বিবি ও মতিউর রহমান জানান , পবিত্র রমজান উপলক্ষে দুঃস্থদের রমজানের খাদ্য সামগ্রী যেমন , মুড়ি , সেমাই , কলা, খেজুর , সর্ষের তেল , আটা , বুদিয়া , চিনি , বেয়াসন , ছোলা মোট ১০ রকমের সামগ্রী প্রত্যেক পরিবারদের বিতরণ করা হল । এবং আমরা এলাকায় খবর ছড়িয়ে দিয়েছি যেন কোনো দরিদ্র পরিবার বাদ না পরে তার জন্য বিভিন্ন রকমভাবে লোকদের দ্বারায় বাড়ি করে পৌঁছেও দিচ্ছি । এবং আগামী দিনেও প্রতিটা অসহায় মানুষের পাশে থাকব । এই রমজান ও আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে আমরা প্রতিটা মানুষের কাছে দোয়ার আশা রাখছি ।