|
---|
নতুন গতি: মুর্শিদাবাদ জেলার গোঘাটা এলাকার MSK ময়দানে হিন্দু মুসলিমের উপস্থিতিতে একটি সম্প্রীতি মূলক ও শান্তিপূর্ন NPR, NRC ও CAA বিরোধী আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল।যেখানে অসংখ্য হিন্দু মুসলিমের উপস্থিতিতে গণজোয়ারের সৃষ্টি হয়েছিল।সেখানে উপস্থিত ছিলেন শিক্ষক সৌমিক মন্ডল, শিক্ষক আব্দুল মান্নান, অধ্যাপক সেলিম মন্ডল, শিক্ষক আসাদুল হক থেকে শুরু করে বিশিষ্ট ব্যাক্তি স্বপন হালদার, প্রতাপ হালদার মৃতুঞ্জয় হালদারের মতো উচ্চ স্থানীয় নেতৃবর্গ। আমাদের এই ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের মাটিতে হিন্দু মুসলিমের হাতে হাত রেখে বসবাস বহুকাল ধরে চলে আসছে। কিন্তু এই গণতান্ত্রিক ভারতবর্ষে বিজেপি সরকারের দ্বারা যে সংবিধান বিরোধী আইন পাস হয়েছে, এর ফলে আমাদের সম্প্রীতির ঐক্য নষ্ট করতে শুরু করছে। ফলে উক্ত বিক্ষোভ সভায় বিদ্বানগনের বক্তব্য থেকে বর্তমান সরকারের বিদ্বেষ মূলক আইনের বিরোধিতায় হিন্দু মুসলিম ও অন্যান্য সম্প্রদায় কে জোড়তর আন্দোলনের ডাক দেন। যাতে করে সাম্প্রদায়িক শক্তি কোনো ভাবে আমাদের এই গণতান্ত্রিক দেশের ভারসাম্য নষ্ট করার সাহস না পাই। শিক্ষক সৌমিক মন্ডল ও অধ্যাপক সেলিম মন্ডল NRC এবং CAA বিলের ভয়াবহতা সম্পর্কে উভয় সম্প্রদায়কে বোঝানোর চেষ্টা করেন। এবং এই বিক্ষোভ সমাবেশের জনতা এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে, আমরা এই ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ভারতবর্ষের মাটিতে সংবিধান বিরোধী আইনকে প্রশ্রয় দিবো না, এর জন্য আমরা পরবর্তীতে এর থেকে বড়ো ধরণের আন্দোলন গড়ে তুলতে সচেষ্ট হবো।