একটি দুধের গাড়ি ও মোটর-ভ্যান সংঘর্ষের ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ জেলার সালার থানা এলাকায়

নিজস্ব সংবাদদাতা : বর্তমানে পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করা হলেও নিয়ন্ত্রণে আসছে কি পথ দুর্ঘটনার মতো ঘটনা। পথ দুর্ঘটনার ভয়াবহ ঘটনা ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। একটি দুধের গাড়ি ও মোটর-ভ্যান সংঘর্ষের ভয়াবহ দুর্ঘটনাটি হয় সম্প্রতি । জানা গিয়েছে, ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ জেলার সালার থানা এলাকায়। কান্দি-সালার রাজ্যে সড়কের ওপর সালার এবং কান্দ্রার মাঝখানে দুধের গাড়িটি সরাসরি মোটর ভ্যান এর পিছনে ধাক্কা মারে।ফলে মোটর ভ্যানটি ২০ ফুট দুরে ছিটকে পড়ে। ঘটনায় মোটর ভ্যান চালক বাদল সেখ, বয়স ৩২ ও ওই ভানের প্যাসেঞ্জার কার্তিক কর্মকার, বয়স ৪৫ গুরুতর আহত হন। এলাকার বাসিন্দারা জানান, দুজনেরই বাড়ি ভরতপুর থানার মনসুরপুর গ্রামে। আহত দু’জনকে প্রথমে সালার ব্লক গ্রামীণ হাসপাতাল ও পরে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয় ভ্যানচালক বাদল শেখ কে।তার কন্ঠের হাড় পুরোপুরি ভেঙে গিয়েছে। মুখের একদিকে গুরুতর জখম হয়েছে। দুর্ঘটনার পর মোটর ভ্যান ও দুধের গাড়ি দুটি বাজেয়াপ্ত করেছে সালার থানার পুলিশ। সিসিটিভি তে দেখা গেছে বৃষ্টির কারণেই রাস্তা পিছল ছিল। তবে ছোট গাড়ি অতি দ্রুত গতিতে ছিল। আর সেই কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এলাকার প্রত্যক্ষদর্শী ও স্হানীয় বাসিন্দারা জানান, আমাদের চোখের সামনেই এই দুর্ঘটনা দেখতে পাই।পথ নিরাপত্তার জন্য প্রচার চালানো হলেও গাড়ির চালকদের গতি দ্রুত গতিতে থাকার কারণেই অনেক সময় এই দুর্ঘটনা ঘটে।মুর্শিদাবাদ জেলাতে সম্প্রতি মটর বাইক চুরির ঘটনা সিসিটিভি ক্যামেরায় উঠে আসে। তবে এরপর দুর্ঘটনার ছবি উঠে আসতেই পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।