|
---|
নিজস্ব সংবাদদাতা :বিয়ার না পেয়ে এনজেপীর হোটেলে ভাঙচুর আজ প্রতিবাদে হোটেল বনধ্ করলেন হোটেল মালিকেরা।গতকাল গভীর রাতে এনজেপীতে বিয়ার চাইতে এসে বিয়ার না পেয়ে হোটেল ভাঙচুর করলেন বেশকিছু যুবক। হোটেলে এসে বিয়ার চেয়ে বিয়ার না পেয়ে প্রথমে টিভি ভেঙে দেন ওই যুবকেরা। শুধুমাত্র তাই নয় হোটেলগুলিতে যারা খেতে এসেছিলেন তাদের মারধোর করা হয়,এর পরেও যারা বাধা দিতে এসেছিলেন তাদেরও বেধরক মারধোর করে বেশকিছু যুবক। এর প্রতিবাদে ব্যাবসায়ী সমিতি আজ হোটেল বনধ্ ডাকার সিদ্ধান্ত নেয়। আজ ব্যাবসায়ী সমিতির তরফ থেকে জানানো হয়েছে তারা মেয়রের কাছে তারা প্রতিবাদপত্র জমা দেবেন। যদি মেয়র কোন পদক্ষেপ না নেন তারা এরপরে অনশনে বসবেন। আজ সকাল থেকেই গোটা এনজেপী এলাকা থমথমে একেবারেই লোকজন ছিল না। যাত্রীরা এসে চলে যান। তবে যাত্রীদের কোন ধরনের অসুবিধার মধ্যে পড়তে দেবেন না বলে জানিয়েছেন ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার।