|
---|
নিজস্ব প্রতিবেদক, নতুন গতি, নদীয়া: যে তাঁত দীর্ঘদিন অন্য জুগিয়ে এসেছে এতদিন সেই তাঁতই কেড়ে নিলো প্রাণ। ঘটনাটি ঘটে নদীয়ার শান্তিপুর শহরের তোপ খানা পাড়া এলাকায়। ওই এলাকারই আনন্দ ঘোষের ৩৩ বছর বয়সী স্ত্রী কল্যাণী ঘোষ, তাঁতের কাজ জানতেন বাপের বাড়ি থেকেই। বাড়িতে তাঁত থাকলেও বিয়ের পরবর্তী সময়ে মাঝে মাঝে বাপের বাড়ি গিয়ে বুনতেন শাড়ি শনিবার সকালেও সেই মতন সকাল দশটায় কাজে যান তিনি, বাবা সহদেব ঘোষ নিজেও তাঁত শ্রমিক। ওই কারখানার ছটি তাঁতের মধ্যে দুটি তিনি নিজে বোনেন, দুটি বোনেন মেয়ে কল্যাণী! অপর দুটি এক শ্রমিক ।
যন্ত্রচালিত এই তাঁতের সুইচ অফ করে পিতা সবেমাত্র বেড়িয়েছেন কারখানা ঘর থেকে বাইরে! এমন সময় হঠাৎ মেয়ের আর্তনাদে ছুটে গিয়ে দেখেন ওই যন্ত্রের চাকায় জড়িয়ে গিয়েছে মেয়ে! সাথে সাথে শান্তিপুরের জেনারেল হাসপাতালে নিয়ে আসলে ওই গৃহবধূকে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীর বক্তব্য অনুযায়ী গায়ের চাদর অসাবধানবশত কারনে জড়িয়ে গিয়েছিলো কল্যাণীর, তাই এই বিপত্তি। কান্নায় ভেঙ্গে পড়ে গোটা পরিবার ,কল্যাণী দেবীর ১৪ বছরের এক কন্যা এবং১০ বছরের এক পুত্র সন্তান বর্তমান।