বিশিষ্ঠ ব্যাক্তিদের মানবিক দিক উঠে আসলো,রায়চক সিংহল গঞ্জ গ্রামে দুই পা অক্ষম বছর ৫৫ এর বিজন নস্করের পাশে দাঁড়াতে হুইল চেয়ারে সহ চিকিৎসার জন্য এগিয়ে এলেন

বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:-ডায়মন্ড হারবার ২ নং ব্লকের রায়চক এর সিংহল গঞ্জ গ্রামের নার্ভের রোগে আক্রান্ত বছর ৫৫ এর বিজন নস্কর এর দুই পা অবশ হাঁটতে অক্ষম। তার পাশে থাকার জন্যই হুইল চেয়ার এর ব্যবস্থা করে দেন ডায়মন্ড হারবার মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর মানবিক অফিসার শ্রী অজয় সেনগুপ্ত। সেই সাথে তার সব রিপোর্ট দেখে অপারেশন এর ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন বিশিষ্ট সমাজসেবী ও কোভিড যোদ্ধা ডাঃ আকবর হোসেন। শ্রী অজয় সেনগুপ্ত জানান এমন একজন দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে আজকের দিনটা খুব খুশিতেই কাটলো। এবং ডাঃ আকবর হোসেন বলেন আজকের বিজন নস্কর ও তার পরিবারের সকলের মুখে হাসি ফোটাতে পেরে মানসিক শান্তি পেলাম। এছাড়াও এদিন সঙ্গে ছিলেন সমাজসেবী ডাঃ প্রবাল পাত্র ও সমাজকর্মী দেবব্রত হালদার প্রমুখ।