|
---|
নুরউদ্দিন: রায়দিঘী:মূলত ঘটনাটি ঘটেছে বেলা দশটা নাগাদ। দক্ষিণ ২৪ পরগনা রায়দিঘী বিধানসভার কাশিনগর শংকর রোডের কাছে স্বামী-স্ত্রী সাইকেল চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন। সেই সময় অতর্কিতভাবে একটি লড়ি এসে ওই দুই ব্যক্তির সাইকেলে ধাক্কা মারে। ধাক্কা লাগা মাত্রই দুজনেই ছিটকে পড়ে যায় এবং পিছনে বসে থাকা বয়স্ক মহিলার পেট ফেটে যায় এবং মাথা ফেটে গুরুতর জখম হয়ে যান। ওই মহিলার স্বামীর হাতে এবং মাথায় গুরুতর চোট লাগে। স্থানীয়রা তড়িঘড়ি করে দুজনকে উদ্ধার করে রায়দিঘী গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেন। এমত অবস্থায় ঘাতক লরিটিকে রায়দিঘী থানার পুলিশ প্রশাসন আটক করেন। স্বামী-স্ত্রীর অবস্থা অবনতি হওয়ায় রায়দীঘি গ্রামীণ হাসপাতাল থেকে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিস্ট হাসপাতালে স্থানান্তরিত করে দেন। এখন দুই ব্যক্তি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। অন্যদিকে লরির ড্রাইভার পালাতোক। তবে রায়দিঘী থানার পুলিশ প্রশাসন ঘটনাটি ঠিক কি ঘটেছে তা নিয়ে তদন্ত শুরু করেছে।
রায়দিঘী থেকে নুরউদ্দিনের রিপোর্ট।