|
---|
নতুন গতি ডিজিটাল ডেস্ক: স্বামীর মদ খাওয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার মহারাজপুর এলাকায়। শুক্রবার ইংলিশ বাজার থানায় আক্রান্ত গৃহবধু তার স্বামী জিতেন্দ্র দাসের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আক্রান্ত গৃহবধূ কনিকা দাসের অভিযোগ, গত ১১ বছর আগে উত্তরপ্রদেশের আগ্রায় বিয়ে হয় তাদের। কর্মসূত্রে তার স্বামী মালদার ইংরেজবাজার এর মহারাজপুরে বসবাস শুরু করে। তার স্বামী পেশায় লড়ি চালক। মাঝেমধ্যেই তার স্বামী মদ্যপ অবস্থায় বাড়িতে আসে। এই নিয়ে তাদের মধ্যে বচসা হত মাঝেমধ্যেই। অভিযোগ এই নিয়ে তাকে বেশ কয়েকবার মারধর করা হয়। এলাকায় এই নিয়ে বেশ কয়েকবার সালিশি সভা হয় কিন্তু সমস্যার সমাধান হয়নি তাই আজ ইংরেজবাজার থানা পুলিশের দ্বারস্থ হয়ে স্বামীর নামে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।