|
---|
উদ্ধোধন হল ব্রাইট স্টার একাডেমির নতুন হোস্টেল ভবন
ইলিয়াস মল্লিক,হাওড়া: জগৎবল্লভপুর পোলগুস্থিয়ার দ্বীপায়, উদ্ধোধন হল ব্রাইট স্টার একাডেমির নতুন আবাসিক ভবন। ঐদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্তিত ছিলেন ব্রাইড স্টারের কর্ণধার সেখ আব্দুর রহিম। আবাসিক ভবনের ফিতে কেটে দ্বারোদ্ঘাটন করেন আব্দুর রহিম সাহেবের মা ও সংখ্যা লঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক জনাব মাওলানা কামরুজ্জামান সাহেব। এছাড়াও ঐ দিন অনুষ্ঠানে মঞ্চ আলোকিত করেন প্রিন্সিপাল বরুণ সরকার, জানেআলম মল্লিক, আজাদ খাঁন ও সমস্ত শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।