|
---|
নিজস্ব সংবাদদাতা : অতি ভারী বৃষ্টিপাতের কারণে উত্তর-পূর্ব রাজ্যগুলির পরিস্থিতি ভয়াবহ। এই রাজ্যগুলো বন্যার কবলে পড়েছে। আসাম, মেঘালয়, ত্রিপুরার অবিরাম বর্ষণের ফলে বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ত্রিপুরার রাজধানী আগরতলায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। আসামের একাধিক জেলা বন্যার কবলে। এ প্রসঙ্গে আরও জানা গিয়েছে মোট এক লক্ষ মানুষ আসামের ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন।
প্রতিবেশী রাজ্য সিকিমে লাগাতার বৃষ্টিপাত হচ্ছে, সিকিমের একাধিক জায়গায় ধ্বস নামার খবর পাওয়া গিয়েছে।ধ্বসের কারণে রাস্তাঘাট ভেঙে গিয়েছে, সমতলের সাথে সিকিমের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। অনেক পর্যটক এখনো সিকিমে আটকে রয়েছেন