|
---|
মালদা ২৪ মে; শ্বশুরবাড়ির বাথরুম থেকে জামাইয়ের ফাঁসবন্দি মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পুরাতন মালদায়৷ সোমবার রাতে পুরাতন মালদা পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি নতুন পল্লি এলাকার শ্যামসুন্দর সাহার বাড়িতে ঘটনাটি ঘটে৷ তড়িঘড়ি জামাইকে ফাঁস থেকে নামিয়ে স্থানীয় মৌলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ কী কারণে এই আত্মহত্যা, তা নিয়ে মুখে কুলুপ পরিবারের সদস্যরা৷
এতেই রহস্যের গন্ধ পাচ্ছে মালদা থানার পুলিশ৷ পুলিশের তরফে দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠানো হয়েছে৷
আত্মঘাতী জামাইয়ের নাম রকি সিংহ (৩৪)৷ পেশায় রাজমিস্ত্রি ৷ তার বাড়ি হবিবপুর থানার ঋষিপুর গ্রামে৷ পরিবারে স্ত্রী দেবী সিংহ ছাড়াও রয়েছে দুই মেয়ে ও এক ছেলে৷ কালীপুজোয় অংশ নিতে পাঁচ দিন আগে পরিবার নিয়ে তিনি মামাশ্বশুরের বাড়ি এসেছিলেন৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে স্ত্রীর সঙ্গে রাতের খাবার খান তিনি৷ তারপরেই কোনও কারণে স্ত্রীর সঙ্গে তাঁর বিবাদ শুরু হয়৷ এরপর তিনি বাথরুমে চলে যান৷ সেখানে গলায় গামছা জড়িয়ে আত্মঘাতী হন৷ পরে শ্বশুরবাড়ির লোকজন বাথরুমের দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি মৌলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়৷