|
---|
নিজস্ব সংবাদদাতা : এবারে মহিলাদের এশিয়া কাপ জিতে নিল ভারতীয় ক্রিকেট দল। এশিয়া কাপ শুরু থেকে দুর্দান্ত ফর্মে ছিল ভারত। একমাত্র খেলায় পাকিস্তানের সাথে পরাজিত হয়েছে ভারত। সেমিফাইনালে থাইল্যান্ডেকে হেলায় ৭৪ রানে হারিয়ে যায় ভারত।
আজ শ্রীলংকার সাথে ফাইনাল ম্যাচ খেলতে নেমেছিল ভারত। শ্রীলংকার কোন দেশ ভারতীয় বোলারদের কাছে মাথা তুলে দাঁড়াতে পারিনি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৬৫ রান করে।
জবাবে ব্যাট করতে নেমে ভারত ৮. ২ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয়। দুর্দান্ত ইনিংস খেলেন স্মৃতি মান্ধানা, তার ব্যাট থেকে আসে ২৫ বলে বিধ্বংসী ৫১ রানের ইনিংস।