|
---|
নতুন গতি প্রতিবেদক: রক্তদান জীবন দান । আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অনেক অসাধ্যসাধন ঘটলেও কৃত্রিম উপায়ে রক্ত আবিষ্কার এখনও হয়নি। ফলে যে সমস্ত রোগীর কোনো কারণে অতিরিক্ত রক্তের প্রয়োজন হয় তখন সেই রক্ত সুস্থ মানুষের শরীর থেকেই সংগ্রহ করতে হয় । এইজন্য রক্তদান একটি মহৎ দান বলে বিবেচ্য । “আসুন আমরা রক্তদান নিয়ে সচেতনতা বাড়িয়ে তুলি এবং রক্তের প্রয়োজন আছে এমন ব্যক্তিরা যাতে সময়মত সুলভে উৎকৃষ্ট রক্ত পান তা সুনিশ্চিত করতে হেল্প ফর ইউ ফাউন্ডেশনের হোয়াটসঅ্যাপ গ্রুপে রক্তের রিকুইজিশন আসে। রুগীর নাম গোলাম মুরশিদ, তার বাড়ি মুর্শিদাবাদ জেলার ঔরঙ্গাবাদে। কিডনি সমস্যায় তার ডায়ালিসিস এর জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার রক্তের প্রয়োজন হওয়ায় আমাদের ফাউন্ডেশনের সক্রিয় সদস্য মোহাম্মাদ আবুল কাশিম মহাশয় রোজা ইফতার করার পর পরপরই ছুটে গেলেন মালদা ব্লাড ব্যাঙ্কে। তিনি তার সুস্থ শরীর থেকে রক্ত দিলেন রুগী গোলাম মুরশিদ কে।
চলছে পবিত্র রমজানের মাস তার সাথে এই প্রখর রৌদ্র গরমের আবহে মালদা জেলায় রক্তদান শিবির না হওয়ায় রোগীর বাড়ির লোকদের প্রচন্ড হয়রানি হতে হচ্ছে । উল্লেখ্য, মোথাবাড়ির এই স্বেচ্ছাসেবী সংগঠন একইভাবে প্রতিনিয়ত রক্তদাতাদের নিয়ে মালদা ব্লাড ব্যাংকে গিয়ে বিভিন্ন রোগীকে রক্ত দান করে আসছেন। এই ফাউন্ডেশনের এক সক্রিয় সদস্য জানায়, সকলের কাছে বিশেষ আবেদন যে এই মুহুর্তে রমজান মাস ও রক্তদান শিবির এর অভাবে প্রচুর পরিমানে রক্ত সংকট ব্লাড ব্যাঙ্কে । তাই সকলেই এগিয়ে আসুন এবং মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ান ।