|
---|
নতুন গতি ডিজিটাল ডেস্ক : দ্যা কপিল শর্মা শো টেলিভিশনের সর্বাধিক দেখা রিয়েলিটি শো। শুধু ছোট পর্দার তারকারা নয়, এমনকি বলিউডের সেলিব্রিটিরাও এই শোয়ের পাশাপাশি কপিল শর্মার বড় ফ্যান। অনুষ্ঠানটি টিআরপি চার্টগুলিতেও দুর্দান্ত অভিনয় করছে এবং কয়েক সপ্তাহ ধরে শীর্ষ পাঁচে রয়েছেন। অনেকগুলি বলিউড সেলিব্রিটি তাদের ছবির প্রচারের জন্য শোতে আসেন। সম্প্রতি, অনিল কাপুর, দিশা পাটানি, আদিত্য রায় কাপুর, কুনাল কেম্মু ও মোহিত সুরি তাদের আগত ছবি মালাংয়ের প্রচারের জন্য দ্য কপিল শর্মা শোতে গিয়েছিলেন।
অনুষ্ঠানটি চলাকালীন অনিল কাপুর কপিল শর্মাকে বাবা হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন। কপিল অনিল কাপুরকে জিজ্ঞাসা করেছেন যে জ্যাকি শ্রফ যে গাছ লাগাবার প্রচার শুরু করেছেন সেই প্রচারটি তিনি অনুসরণ করেছেন কিনা? অনিল কাপুরের কাছে এর সত্যিই মজার জবাব ছিলো এবং তিনি বলেন, তাঁর নিজের একটি বাগান আছে,তার আর অন্য বাগানের প্রয়োজন নেই। তিনি নিজের বুক দেখাবার জন্য টি-শার্ট বুক পর্যন্ত তুলেছেন।