কেরোসিন তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখালো কেরোসিন ডিলাররা

নিজস্ব সংবাদদাতা: কেরোসিন তেলের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি কমানোর দাবিতে মঙ্গলবার ডায়মন্ড হারবার মহকুমা শাসক ও খাদ্য দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় ডায়মন্ড হারবার মহকুমার কেরোসিন ডিলার অ্যাসোসিয়েশনের কয়েকশো ডিলার। এই বিক্ষোভে সামিল হয় সুন্দরবনের কেরোসিন ডিলার অ্যাসোসিয়েশনের ডিলাররা। কেরোসিন ডিলার এর পক্ষ থেকে মোট ৭ দফা দাবি নিয়ে ডায়মন্ড হারবার মহকুমার প্রশাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেয়। কেরোসিন ডিলার অ্যাসোসিয়েশনের যে সাত দফা দাবি নিয়ে তারা মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দেয় সেই দাবিগুলি হল নিত্য ব্যবহার্য জ্বালানি হিসাবে কেরোসিন তেলের উপর থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের জি.এস.টি. প্রত্যাহার করতে হবে। অবিলম্বে কেরোসিন তেলের দাম কমিয়ে সাধারণ মানুষের ক্রম ক্ষমতার মধ্যে আনতে হবে। কেরোসিন ডিলারদের সরকারি প্রকল্পের আওতায় আনতে হবে।

    কেরোসিন ডিলারদের কমিশন বৃদ্ধি এবং ভাতার ব্যবস্থা করতে হবে।

    লাইসেন্স রিনুয়ালের সময়ে তেলের দাম অনুযায়ী পরবর্তী রিনুয়াল পর্যন্ত একই দামে ব্যবসা করার সুযোগ করে দিতে হবে।

    কেরোসিন তেলের দাম বৃদ্ধি রোধ করতে হবে, সরকারি ভর্তুকি দিয়ে সাধারণ মানুষকে বিনামূল্যে কেরোসিন তেল দিতে হবে। আগামী দিনে কেরোসিন ডিলারদের দাবিগুলি নিয়ে কোনরকম ভাবনা চিন্তা না করলে বৃহত্তর আন্দোলনের নামার হুঁশিয়ারি দিয়েছে কেরোসিন ডিলার অ্যাসোসিয়েশন।