|
---|
নিজস্ব সংবাদদাতা : করোনার জেরে মানুষের ব্যবসা-বাণিজ্য অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে ধীরে ধীরে সরকারি সমস্ত বিধিনিষেধ তুলে নেওয়ার ফলে দেশের অর্থনৈতিক চাকা ঘুরতে শুরু করেছে। দেশের আর্থিক অবস্থা সচ্ছল করতে সরকার থেকে দেওয়া হচ্ছে একাধিক সুযোগ-সুবিধে। তেমনি এক নিদর্শন পাওয়া গেল নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাজদিয়ায়। মাজদিয়ার একটি জেলা পরিষদের অন্তর্গত ডাকবাংলো ছিল অনেক বছর ধরে। সেই ডাকবাংলোতে অনেক পুরনো ব্যবসাদার বহুদিন ধরেই করছিলেন ব্যবসা-বাণিজ্য। সেই ডাকবাংলোকে সরকারি উদ্যোগে সাজিয়ে তুলে নামকরণ করা হয়েছে কর্মতীর্থ। এই কর্মতীর্থ বর্তমানে পরিণত হয়েছে একটি নতুন মার্কেট কমপ্লেক্সে। এই কমপ্লেক্সে ছোট ছোট ঘর করা হয়েছে প্রায় শতাধিক। মাজদিয়ার ৪৪ জন ব্যবসায়ীদের সেই মার্কেট কমপ্লেক্সে ৪৪ টি ঘরের চাবি সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হল। নদিয়া জেলা পরিষদের এই মহান উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমস্ত ব্যবসায়ীরা। এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক হালদার জানান, মাজদিয়ার ডাকবাংলোটি নদিয়া জেলা পরিষদের অন্তর্ভুক্ত। জেলা পরিষদের উপাধ্যক্ষ থাকাকালীন সমস্ত ব্যবসায়ীদের সাথে আলোচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই কর্মতীর্থ তৈরি করা হয়েছে। এই কর্মতীর্থ তৈরি করার বিল পাস হয় ২০১৮ সালে। ২০২১ সালে সম্পূর্ণ তৈরি হওয়ার পর অতীতে ওই স্থানে যারা বসবাস করছিলেন সেই ৪৪ জন ব্যক্তি কে নতুন ঘরের চাবি প্রদান করা হলো সম্পূর্ণ বিনামূল্যে। তাদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিতে পেরে যথেষ্ট খুশি তিনি বলে জানালেন। এ বিষয়ে কৃষ্ণগঞ্জ বিডিও কামালউদ্দিন আহমেদ জানান, ৪৪ জন ব্যবসায়ীকে এগ্রিমেন্ট সহ সম্পূর্ণ বিনামূল্যে তাদের দোকান ঘরের চাবি তাদের হাতে তুলে দেওয়া হল। এবং বাকি যে দোকান গুলি রয়েছে সেগুলি লটারির মাধ্যমে ঠিক করা হবে সেই ঘর গুলি কারা পাবেন। ইতিমধ্যেই সেই ঘরগুলি নেওয়ার জন্য বহু আবেদন পত্র জমা পড়েছে দপ্তরে।