বিশ্বের বৃহত্তম নদী ব-দ্বীপ সুন্দরবন ভারত বাংলাদেশ

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : সুন্দরবনের পরিধি ১০ হাজার বর্গ কিলোমিটার যার ৬০১৭ বর্গ কিলোমিটার বাংলাদেশ বাকি ভারতবর্ষের, সুন্দরবন বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত। আয়তন এক লক্ষ ৩৯ হাজার পাঁচ শত হেক্টর, ৩৪ হাজার পাঁচ শত একর সুন্দরবন রিজার্ভ ফরেস্ট।গাঙ্গেয় ব-দ্বীপ দক্ষিণ এশিয়ায় অবস্থিত একটি ব-দ্বীপ যা বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য নিয়ে গঠিত এটি পৃথিবীর বৃহত্তম নদী ব-দ্বীপ। হুগলি নদী থেকে পূর্বদিকে মেঘনা নদী পর্যন্ত প্রসারিত। পর্যটন ব্যবসার সাথে যুক্ত লঞ্চ কিম্বা নৌকার ই ফিটনেস সার্টিফিকেট, বিমার বিশেষ প্রয়োজন। পর্যটন মরসুমে নৌকা পরিষেবা বন্ধ বেশ কিছুদিন ধরে করোনা মহামারীর জন্য সুন্দরবনে যাওয়া পর্যটকদের নিষেধ ছিল। সুন্দরবনে শীতের মরসুমে পর্যটকদের আনাগোনা বাড়ে। দুর্ঘটনা এড়াতে বোটের ফিটনেস সার্টিফিকেট আর বিমা বাধ্যতামূলক করেছে সুন্দরবন জেলা পুলিস, এ বছর প্রশাসনের কড়া সুরক্ষা বিধিতে এবার পর্যটকদের নিয়ে জলে ভাসতে পারছে না অধিকংশ লঞ্চ। আর নৌকা ভ্রমণ পিপাসু মানুষেরা বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ অঞ্চলে অবস্থিত সুন্দরবনে বেড়াতে আসেন, রয়েল বেঙ্গল টাইগার হরিণ সহ পশুপাখি দেখার নিমিত্তে। শীতের এই অবসর বিনোদনে সুন্দরবনে আসেন পর্যটকরা ভাগ্যচক্রে দেখা মেলে রয়েল বেঙ্গল টাইগারের। বিশেষ করে শীতের শুরুতে এই মুহূর্তে বাঘ মামার দেখা মিলছে । যে সমস্ত পর্যটকদের সম্মুখে বাঘের দেখা মিলছে সেই দল খুবই উৎফুলল্য। আর যে দল দেখতে পারছে না তারা ভগ্ন হৃদয়ে বাড়ির উদ্দেশে রওনা হচ্ছেন।