|
---|
নিজস্ব সংবাদদাতা : গতকাল কেদারনাথের পথে ঘটে গিয়েছে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা। মৃত্যু হয়েছে হেলিকপ্টারের পাইলট সহ আরো কয়েকজন হেলিকপ্টার যাত্রীর।
এবার হেলিকপ্টারের চালক অনিল সিং এর শেষ বার্তালাপ সামনে এলো। দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টার চালানোর আগে পাইলট অনিল সিং তার স্ত্রীকে শেষবার ফোন করে জানান তাদের একমাত্র মেয়ের যেন সঠিকভাবে যত্ন নেওয়া হয়। অনিল সিং দিল্লির বাসিন্দা হলেও তিনি তার স্ত্রী ও কন্যাকে নিয়ে অন্ধেরিতে থাকতেন বলে জানা গেছে।