|
---|
মালদা শহর : কেন্দ্র এবং রাজ্যের বিরোধীতা করে শহরে বিক্ষোভ মিছিল করল বাম এবং কংগ্রেস।
পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বুধবার দুপুরে মালদা শহরের নেতাজি মোড় থেকে, বামফ্রন্ট ও কংগ্রেসের যৌথ উদ্যোগে প্রতিবাদ মিছিল বের হয়। গত ১১ ফেব্রুয়ারি নবান্ন অভিযানের সময় মইনুল ইসলাম মিদ্যা আক্রান্ত হয়।পরে তার মৃত্যু হয়।তার হত্যার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল কর্মসূচি বাম এবং কংগ্রেসের। উপস্থিত ছিলেন, বামফ্রন্টের মালদা জেলা আহ্বায়ক অম্বর মিত্র, সুজাপুর বিধায়ক ইশা খান চৌধুরী, ভূপেন্দ্রনাথ হালদার , মালদা জেলা আইএন টি ইউ সির সভানেত্রী লক্ষী গুহ সহ অন্যান্য নেতৃত্ব। মিছিল শহর পরিক্রমা করে ইংরেজ বাজার থানার সামনে পৌঁছান কর্মী সমর্থকরা। সেখানে থানা ঘেরাও করে দীর্ঘক্ষন বিক্ষোভ দেখান বাম এবং কংগ্রেসের কর্মী সমর্থকরা। কেন্দ্র এবং রাজ্যের বিরুদ্ধে বক্তব্য রাখেন এবং কংগ্রেস নেতৃত্ব। পরে সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এবং ভারতের প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়।