লাগামছাড়া দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে মিছিল বাম কংগ্রেসের

লাগামছাড়া দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে মিছিল বাম কংগ্রেসের

     

     

     

     

    জৈদুল সেখ, কান্দী : প্রতিদিন বেড়েই চলেছে পেট্রোল, ডিজেল থেকে শুরু করে রান্নার গ্যাসের দাম! যা সাধারণত গরীব মানুষের কাছে জীবন চলা নাভিশ্বাস হয়ে উঠেছে। এই লাগাম ছাড়া দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে শনিবার সন্ধার সময় কান্দীর বিশ্রাম তলা থেকে বাম কংগ্রেসের যৌথ প্রতিবাদ মিছিল করে কান্দী শহর জুড়ে। এই মিছিলে পা মিলালেন কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ।

     

    উপস্থিত ছিলেন কান্দীর বিদায়ী বিধায়ক শফিউল আলম খান সিপিএমের এরিয়া কমিটির সম্পাদক স্বরুপ মুখার্জী সহ একাধিক নেতৃত্ব।

     

    এদিন গ্যাসের সিলিন্ডার হাতে মিছিলে প্রতিকী আন্দোলনের মাধ্যমে সাড়া ফেলার পাশাপাশি স্লোগান তুলেছে,

    ” কী পরিবর্তন করলে কাকা গ্যাসের দাম হাজার টাকা,

    কী পরিবর্তন করলে খুঁড়ি রাজ্য দিচ্ছে হামাগুড়ি “