পত্রিকার প্রথম বার্ষিক সাহিত্য অনুষ্ঠান ও গ্রন্থ প্রকাশ

 

    নিজস্ব সংবাদদাতা: রবিবার কলকাতায়, কৃষ্ণপদ মেমোরিয়াল ট্রাস্ট সভাঘরে সুদেবী সাহিত্য পর্ষদের প্রথম বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন হল। এই সাহিত্যানুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমির চেয়ারম্যান ও যুথিকা পত্রিকার সম্পাদক সোমনাথ নাগ, ভাষাবিজ্ঞানী ড. শিবাশিষ মুখোপাধ্যায়, কবি ড. পিনাকী বসু, নারায়নী দত্ত, মনোরঞ্জন আচার্য ও উপল দত্ত প্রমুখ। পত্রিকার তরফে ছিলেন সভাপতি নীতা কবি, প্রধান সম্পাদক সৌরভ পাত্র, সহ সভাপতি সহ অন্যান্যরা।

    অনুষ্ঠানে প্রায় ষাট জন কবি উপস্থিত ছিলেন এবং তাদের অধিকাংশ জন‌ই স্বরচিত কবিতা পাঠ করেন। এদিন সুদেবী পত্রিকার মোড়ক উন্মোচন ছাড়াও সৌরভ পাত্র সম্পাদিত ‘পঞ্চকবি (প্রথম ও দ্বিতীয় খণ্ড)’, ‘প্রেম বিলাস’, ‘সৌরভ কথা’ এবং ‘সাতরঙা রামধনু’র আনুষ্ঠানিক প্রকাশ হল। সকলকে মানপত্র ও পদক দিয়ে সম্মানিত করা হয়েছে আয়োজকদের তরফ থেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন বাচিক শিল্পী দেবিকা বন্দ্যোপাধ্যায়।