|
---|
বাইজিদ মন্ডল, নতুন গতি, ডায়মন্ড হারবার: রাজ্য সরকারের নির্দেশ মেনে আজকে কুলপী ও মন্দির বাজার এর বিজয়গঞ্জ বাজার পরিদর্শন ও রেড করা হলো। উপস্তিত ছিলেন,ডায়মন্ড হারবার মহকুমা শাসক শ্রী সুকান্ত সাহা,এবং ডায়মন্ড হারবার পুলিশ আধিকারিক এর প্রচেষ্টায় ও মন্দির বাজার থানার ওসি, ও ডিএসপি সাহেব কে সঙ্গে নিয়ে এই রেড করা হয়েছে এবং নিত্য প্রয়োজনীয় মুদিখানার সামগ্রী ও আলু ও পেঁয়াজ এর দাম যাচাই করা হয় পাইকারি ও খুজরো বিক্রেতাদের সাথে কথা বলা হয় ক্রেতাদের সাথেও কথা বলা হয়েছে এবং ডায়মন্ড হারবার মহকুমা শাসক শ্রী সুকান্ত সাহা এই অভিযান সমস্ত বাজার এই চলবে বলে জানিয়ে দিয়ে জান ।