|
---|
নিজস্ব সংবাদদাতা: নভেম্বর মাসের শেষ হতে চললেও এখনো শীতের দেখা নেই, ভোরবেলা ও রাতের দিকে তাপমাত্রা কিছুটা কম হলেও, দিনের বেশিরভাগ সময় তাপমাত্রা কিন্তু ক্রমশ ঊর্ধ্বমুখী।
নভেম্বরের শেষ প্রান্তে এসেও এখনো ঠান্ডা অনুভূত হচ্ছে না । তবে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার তাপমাত্রার সেইভাবে কোন পরিবর্তন না হলেও পরবর্তী সময়ে তাপমাত্রা নিম্নমুখী হবে। ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকেই শীতের আমেজ অনুভব করতে পারবেন রাজ্যবাসী। উত্তরবঙ্গে কিছুটা শীত অনুভূত হলেও দক্ষিণবঙ্গে কিন্তু এখনো সেই অর্থে ঠান্ডা অনুভূত হচ্ছে না। তবে হাওয়া অফিস থেকে হয়েছে ডিসেম্বর মাস থেকেই ঠান্ডা অনুভব করতে পারবেন রাজ্যবাসী।