শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমে গেল ১৫ ডিগ্রির ঘরে

নিজস্ব সংবাদদাতা:  ব্যাটিং শুরু শীতের। শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমে গেল ১৫ ডিগ্রির ঘরে। মাঝে দিন কয়েক তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হলেও শনিবার থেকে ফের নামতে শুরু করেছে পারদ। শনিবারের চেয়ে রবিবার আরও কমল সর্বনিম্ন তাপমাত্রা। পরিসংখ্যান বলছে আজই এমরশুমের সবচেয়ে শীতলতম দিন।

     

    গুটি গুটি পায়ে বঙ্গে পাড়ি জমাচ্ছে শীত। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। তথ্য বলছে আজই এমরশুমের সবচেয়ে শীতলতম দিন। শহর থেকে জেলা ঠান্ডার রেশ সর্বত্রই। রবিবার সকালের দিকে বেশ কয়েকটি জেলায় হালকা কুয়াশাও লক্ষ্য করা গিয়েছে। পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডার দাপট বেশি রয়েছে। আজ বেলা বাড়লেও শীতের অনুভূতি একেবারে ফিকে হবে না বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদদের একাংশ।আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সেই কারণেই উত্তুরে হাওয়ার হাত ধরে পারদ আগামী কয়েকদিনে আরও খানিকটা নেমে যাওয়ার সম্ভাবনা প্রবল। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকেই এরাজ্যে শীত থিতু হতে শুরু করবে বলে আগেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এখনও সেই পরিস্থিতির বদল হয়নি। ডিসেম্বর মাসের ১৫ তারিখের পর থেকে জাঁকিয়ে শীতের অনুভূতি মিলতে পারে রাজ্যের সর্বত্র।

     

    উত্তরবঙ্গের দার্জিলিঙে এখন হাড়কাঁপানো শীত। জাঁকিয়ে ঠান্ডা তাড়িয়ে-তাড়িয়ে উপভোগ করছেন পর্যটকরা। পাহাড়নগরী জুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়। দার্জিলিঙের পাশাপাশি ঠান্ডার রেশ দারুণ রয়েছে কালিম্পঙেও। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনের মধ্যে ঠান্ডার কামড় আরও বাড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। পশ্চিমের জেলাগুলির মধ্যে কোথাও কোথাও দুই ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে।