রাতের অন্ধকারে সোনার দোকানে তালা ভেঙে লুট করল দুষ্কৃতীরা

নিজস্ব সংবাদদাতা : রাতের অন্ধকারে সোনার দোকানে তালা ভেঙে লুট করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাট থানার মন্দারন গ্রাম পঞ্চায়েতের কানালপুর এলাকায়। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে। দোকানের আটটি তালা ভেঙে লোহার দরজা কেটে দোকানে প্রবেশ করে লুটপাট চালায় দুষ্কৃতী।মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে নির্ধারিত সময় বাড়ি ফেরেন দোকান মালিক। দোকানের বাইরে লোহার শাটার দেওয়া। তার সঙ্গে লাগানো আটটি তালা।স্থানীয় মানুষদের অনুমান মঙ্গলবার গভীর রাতে দুষ্কৃতীরা এসে তালা ভেঙে দোকানের মধ্যে প্রবেশ করেন। দোকানের তালা ভাঙ্গার জন্য টেন্সার ব্লেডের ব্যবহার করেছে দুষ্কৃতীরা। দোকানের সামনে পাওয়া যায় সেই ব্লেডের ভাঙ্গা টুকরো। অন্যদিকে লোহার শাটার ভেঙে ভেতরে প্রবেশ করার জন্য গ্যাস কাটার দিয়ে দরজা কেটে দুষ্কৃতীরা লুটপাট করে। প্রায় ২ লক্ষ টাকারও বেশি গহনা ও কাঁচা রূপা চুরি করে নিয়ে পালায় দুষ্কৃতীদের দল।স্থানীয় মানুষদের দাবি, একের পর এক চুরির ঘটনা ঘটে চলেছে গোঘাটে। কখনও সোনার দোকানে চুরি কখনও বা ফ্যাক্টরিতে। রাতের অন্ধকারেই সক্রিয় হচ্ছে দুষ্কৃতীরা। স্থানীয়দের অভিযোগ, বারংবার চুরির ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। প্রতিদিন রাতে রাস্তায় পুলিশি নাকা চেকিং থাকা স্বত্বেও কীভাবে এই ঘটনা ঘটতে পারে তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। এমনকি ঘটনাস্থলে পুলিশ যখন পৌঁছায় তখন পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা।পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীদের পাকড়াও করার জন্য তদন্ত শুরু হয়েছে। স্থানীয়দের নিরাপত্তার জন্য পুলিশি সক্রিয়তা আরও বৃদ্ধি পাবে। পুলিশ আশাবাদী খুব শীঘ্রই দুষ্কৃতী ধরা পড়বে পুলিশের জালে।