|
---|
নিজস্ব সংবাদদাতা:-দীর্ঘদিন ধরে জল নিকাশী ড্রেনের ঢাকনা খোলা।সেই ড্রেনে পরে নিখোঁজ ছয় বছরের শিশু। কান্নায় ভেঙ্গে পরেছে পরিবারের লোকজন।এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মালদার মানিকচকের শ্যামপুর এলাকায়।শিশুটির খোঁজ তৎপর পুলিশ প্রশাসন।স্থানীয় সূএে জানা গেছে,এলাকায় দুপুর নাগাদ বৃষ্টি হয়।সেই বৃষ্টিতে স্নান করছিল এলাকার গিয়াসউদ্দীন মোমিনের ছয় বছরের শিশু কন্যাটি।স্নান সময় খোলা ড্রেনে পরে যায় বলে জানা গেছে।খবর ছড়িয়ে পড়তেই খোঁজাখোঁজি শুরু করে পরিবারের সদস্যরা তবে শিশুটি কোন খোঁজ মেলেনি।ড্রেনের ঢাকনা খোলা থাকার কারনে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে অভিযোগ শিশুটির পরিবারের।খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় মানিকচক থানার পুলিশ বাহিনী।তৎপরতার সাথে শিশুটির খোঁজ চালাচ্ছেন পুলিশ।