বড় ধাক্কা খেল মোদি সরকার, কৃষি আইন স্থগিত রাখার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

নতুন গতি ওয়েব ডেস্ক: আজ কৃষি আইন নিয়ে শুনানি ছিল সুপ্রিম কোর্টে। কৃষি আইন আপাতত কার্যকর করবেন না, কৃষি আইন নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মোদি। আইন কার্যকর করা থেকে বিরত না হলে, আমরা তা করব’শুনানিতে কেন্দ্রকে সাফ জানাল সুপ্রিম কোর্ট। কৃষকদের পাশে থেকে দেশের সর্বোচ্চ আদালত এদিন জানিয়ে দেয়, ‘আন্দোলন যথার্থ, রাস্তা বন্ধ করে করবেন না। আমরা কমিটি তৈরি করছি। সমাধান না পাওয়া পর্যন্ত আইন কার্যকর করবেন না। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, আন্দোলন করতে গিয়ে লোক মারা পড়ছে। তিনটি বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লি সীমানায় কৃষকদের বিক্ষোভ নিয়ে সুপ্রিম কোর্ট বলে, আমরা গত শুনানিতে জিজ্ঞাসা করেছিলাম কিন্তু কোনো উত্তর নেই। পরিস্থিতি আরও খারাপ হয়েছে। মানুষ আত্মহত্যা করেছে। এই আবহাওয়ায় বৃদ্ধ ও মহিলারা কেন আন্দোলনে অংশ নিচ্ছেন। প্রধান বিচারপতি এসএ বোবদে কেন্দ্রের অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশে বলেন। আপনারা কৃষি আইন কার্যকর বন্ধ করবেন, না কি আদালত আইন কার্যকর বন্ধ করবে।

    কৃষকদের বিক্ষোভ এবং কৃষি আইনের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে একাধিক আবেদন একত্রিত করে এ দিন সুপ্রিম কোর্টের শুনানিতে এই ‘ধারালো’ মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে বিজেপি নেতৃত্বের একাংশের বক্তব্য, এটা আদালতের পর্যবেক্ষণ। প্রধান বিচারপতি আরও বলেন, “অনভিপ্রেত কিছু ঘটে গেলে আমরা প্রত্যেকে দায়বদ্ধ খাকব। আমরা আমাদের হাতে কোনো মতেই আঘাত বা রক্ত ​​চাই না। সর্বোচ্চ আদালত কেন্দ্রকে একটি কমিটি গঠনের আহ্বান জানিয়ে বলে, যদি সরকার নিজে থেকে না করে, তা হলে আমরা পদক্ষেপ নেব। আইন কার্যকর করা যাবে না, আইন বাতিল থেকে বিরত না হলে আমরা তা করব৷ শুনানিতে কেন্দ্রকে জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত৷ গোটা বিষয়টি খতিয়ে দেখতে কমিটি গঠন করা হবে বলে জানিয়ে দিয়েছে আদালত৷ একই সঙ্গে আন্দোলনরত কৃষকদেরকেও বার্তা দিয়েছেন দেশের শীর্ষ আদালত। সেখানে ‘সংযুক্ত কৃষাণ মোর্চা’র নেতা দর্শন পালে বিক্ষোভে কৃষকদেরকে বাধা না দিতে ও আন্দোলনে যুক্ত নয় এমন কৃষি সংগঠনগুলোর সাথে এ বিষয়ে আলোচনা করা থেকে বিরত থাকতে সরকারের প্রতি অনুরোধ জানান