|
---|
পুত্র সন্তানের মা হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক
নতুন গতি প্রতিবেদক : লকডাউনের মাঝেঁই মল্লিক বাড়িতে এলো খুশির খবর। অভিনেত্রী কোয়েল মল্লিক ও প্রযোজক নিসপাল সিং রানের ঘরে মঙ্গলবার সকালেই সদ্যোজাতের আগমন। পরিবার সূত্রে এই সুখবর ছড়িয়ে পড়তেই ভক্তদের অভিনন্দন আর শুভেচ্ছাবার্তায় স্নাত নবজাতক। পুত্র সন্তানের মা হয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক।
মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে কোয়েল সন্তানের জন্ম দেন। দাদু হওয়ার আনন্দ সংবাদমাধ্যমের সঙ্গে ভাগ করে নিয়েছেন রঞ্জিত মল্লিকও। কোয়েলের পরিবার জানিয়েছে, “মা ও ছেলে দু’জনেই সুস্থ রয়েছে।” হাসপাতাল সূত্রে খবর, কোয়েলের সন্তানের ওজন ৩.১ কেজি হয়েছে।
কিছুদিন আগেই নিজের ইনস্টাগ্রামে পোস্টে খুশির খবর জানিয়েছিলেন অভিনেত্রী। হাতে সূর্যমুখী ফুল নিয়ে মা হতে চলার উচ্ছ্বাস ধরা পড়েছিল কোয়েলের মুখে।
মল্লিকবাড়ির পাশাপাশি সিং পরিবারেও তাই এখন খুশির হাওয়া। চলছে নতুন অতিথিকে বরণ করে নেওয়ার তোড়জোর। পরিবারের নবতম এই সদস্যের কবে দেখা মিলবে সোশ্যাল মিডিয়ায় সেই অপেক্ষায় রয়েছেন অনুগামীরা।