পর্যটকদের ভীড়ে জমজমাট পাহাড়

নিজস্ব সংবাদদাতা :পর্যটকদের ভীড়ে জমজমাট পাহাড়। খুশী হোটেল মালিকদের মধ্যে।পর্যটকদের ভীড়ে থিকথিক করছে পাহাড় আর তাই আবার নতুনভাবে আশায় দিন শুরু করছেন দার্জিলিং এর হোটেল মালিকেরা। গত কয়েকদিন ধরেই প্রচণ্ডভাবে আবহাওয়ার পরিবর্তন দেখা গিয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। সারা উত্তরবঙ্গজুড়ে চলছেস একটা আলাদা আবহাওয়ার পরিবর্তন চলে আসছে। তাই পাহাড়ে পর্যটকদের ভীড় বাড়ছে। সব মিলিয়ে গোটা দার্জিলিং জুড়েই চলছে আবহওয়ার পরিবর্তন।তাই পাহাড়ের মানুষ উৎসাহী দ্বিগুনভাবে। গোটা দার্জলিং এবং সিকিমে পর্যটকদের ভীড় প্রায় 5গুন বেরিয়ে গেছে।থাকবার জায়গা নেই। একবার রোদ একবার বৃষ্টি একেবারে অন্য চেহারা এনে দিয়েছে দার্জিলিং এ। রাতে তাপমাত্রা নয় ডিগ্রীর নীচে এবং দিনে এগারোর উপরে যাচ্ছে না তাই সমস্ত পাহাড় জুড়েই চলছে আনন্দ।একের পর এক পর্যটক আসছেন পাহাড়ে।জমজমাট হোটেল এবং অন্যান্য অতিথিশালয়গুলি। সবমিলিয়ে চুড়ান্ত ব্যাসত পাহাড়ের পর্যটন দপ্তরের সাথে জড়িত মানুষেরা। দার্জিলিং এবং সিকিম ছাড়াও পর্যটকদের ভীড় থিকথিকে করছে। শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গের এলাকাগুলিতে যে যে হোটেল আছে সেই সব হোটেলগুলিতে পর্যটকদের ভীড় বাড়ছে।তবে কতদিন পর্যন্ত এই ভীড় থাকবে এটা নিয়ে আশঙ্কায় সাধারন মানুষ।