|
---|
নিজস্ব প্রতিবেদক:-শিলিগুড়ির আশ্রমপাড়াস্থিত নার্সিং হোমের বাকি অবৈধ অংশ ভেঙ্গে দিল পুরসভা গতকাল রাতে ।পুরসভার বক্তব্য , নার্সিং হোমের বেশ কিছু অংশে বেআইনিভাবে নির্মিত হয়েছিল । শেষে হাইকোর্টের নির্দেশে তাদেরকে অবৈধ নির্মাণ ভাঙতে হয়েছে । শিলিগুড়ি আশ্রমপাড়ার পাকুড়তলা মোড় লাগোয়া সেই নার্সিংহোমে অবৈধভাবে ঘর ও টিনের শেড তৈরি করা হয়েছিল বলে অভিযোগ । এই নির্মানের জন্য পুরসভা থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি বা প্ল্যান পাশ করানো হয়নি ।বহুদিন থেকে শিলিগুড়ি পুরসভা বিষয়টি খতিয়ে দেখা শুরু করে । নার্সিংহোম কর্তৃপক্ষকে নোটিশও দেওয়া হয় ।পরে বিষয়টি চলে যায় হাইকোর্টে । শেষমেষ হাইকোর্ট পুরসভাকে ওই অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেয় । সেই অনুযায়ী বৃহস্পতিবার পুলিশকে সঙ্গে নিয়ে নার্সিংহোমে হাজির হন পুরসভার কর্মীরা । এরপর নার্সিং হোমের কিছু অংশ ভেঙে দেয় ।এর পরে আজ সকালেও পুরসভার কর্মীরা এসে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে ভাঙতে শুরু করে দেয়।আজ সকালেও তারা রোগীদের অন্যত্র সরিয়ে দেয়।