|
---|
নিজস্ব সংবাদদাতা :মাঠ নিয়ে সমালোচিত হচ্ছিলো পুরসভা।বিরোধীরা সরব হয়ে উঠেছিলেন মাঠ নষ্ট হয়ে যাচ্ছে,তাই আর দেরী না করে মাঠেই নেমে পড়লেন মেয়র গৌতম দেব। ইঞ্জিনিয়ারদের নিয়ে গোটা মাঠ ঘুরলন তিনি,জানালেন মাঠের অবস্থা একেবারেই খারাপ হয় নি,তাই আশা করছি মাঠ ঠিক করে ফেলব খুব দ্রুত। সবাই মিলে মাঠ ঠিক করতে নেমে পড়েছি আমরা আশাকরছি খুব তাড়াতাড়ি মাঠ ঠিক হয়ে যাবে। বিরোধীদের মাঠ নিয়ে সমালোচনা শুনে মেয়র জানালেন ওদের চাইতে খেলা অনেক বেশী ভালোবাসী আমরা তাই আমাদের উপদেশ না দিলেও চলবে। মেয়র জানালেন আমি সমস্ত ক্রীড়াপ্রিয় মানুষের কাছে আবেদন জানিচ্ছি আপনারা ধৈর্য ধরুন সমালোচনা করবার আগে আমাদের সময় দিন মাঠ আমরা ঠিক করে দেব। হয়ত আগের চাইতে ভালই করে দেবো। কারন আমরাও চাই এখানে মানুষ আসুক খেলা দেখতে।আর আমরাও চাই সেটা।